Adminapproveolzz!!
ইলিশের মেলা এই পেজ দিয়ে আমার মা ইলিশ মাছের ডিম কেনার জন্য মেসেজ দেয়। প্রথমে বলে যে ডেলিভারি চার্জ ৩০০ টাকা দিতে এরপর ডেলিভারি চার্জ ৩০০ টাকা দেয়ার পরে পুরা পেমেন্ট ১৪০০ টাকা দিতে বলে দিলে নাকি কোড আসবে। না বুঝে টাকাটা দিয়ে দেয়, এরপর আবার কিছুক্ষণ পরে কল দিয়ে বলে ১৩৯৯ টাকা দিতে। হবে আগের দেয়া ১৪০০ টাকা তাদেরকে ফেরত দিতে বলা হলে তারা বলে তারপর এটা ফেরত দিয়ে দিবে, পরবর্তীতে তারা আমাদের সব নাম্বার এবং আইডি ব্লক করে দেয়।। হয়তো আজকে আমার মা না বুঝে প্রতারণার শিকার হয়েছে কিন্তু এই পেজ থেকে এমন প্রতারিত হয়েছে অনেক মানুষ।
তাই সকলের অবগতির জন্য এই পোস্টটি দিলাম।।
দয়া করে সবাই রিপোর্ট দিয়ে পেজটি বন্ধ করুন।।।
Error: Contact form not found.
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved