গত ১৪ই নভেম্বর অনলাইনে একটা ইলিশ মাছের ডিম অর্ডার করলাম।২কেজি ডিমের প্রাইজ ছিলো ১৫০০টাকা,এডভান্স চাইলো ৬০০টাকা সেটা বিকাশ করলাম।পরেরদিন ১৫ই নভেম্বর একটা কল আসলো ডেলিভারিম্যান পরিচয়ে,সে বলল আপনি পেজ এ কথা বলেন একটা কোড দিবে এছাড়া পার্সেল নেয়া যাচ্ছে না।পেজ থেকে আমাকে বলল,”খোঁজ নিয়ে জানাচ্ছি”।
একটু পরে কল দিয়ে বললো,”আপনার পার্সেল গাবতলীতে ট্রাকে আছে।আপনি বাকি ৯০০টাকা দেন তারপর মাল ছাড়বে।” আমি তখন বললাম,এতো রকম কথা আপনারা বলতেসেন কেনো?অর্ডার করার আগেতো বলেন নাই!আমি আর কোনো টাকা দিবোনা।বাকি টাকা আমি পার্সেল হাতে পেলে দিবো তার আগে না।যাই হোক তারা আমার ফোন ধরে নাই আর এবং পেজ থেকেও আমাকে ব্লক করেছে।
এই প্রথম অনলাইনে এমন বাজে অভিজ্ঞতা হলো আমার।তারা কোনো ব্যবসা আদৌতে করে বলে আমার মনে হয় না।শুধু মানুষকে ঠকানোই তাদের কাজ।be alert everyone!