Fraud alert
অনেকদিন আগে এই পেজ থেকে ড্রেস ওর্ডার করি ফলোয়ার আর সব দেখে বুঝতে পারবেন বেশ নামি পেজ বিশ্বাস করে ওর্ডার করি বিকাশ এ ফুল পেমেন্ট করতে বলে এতো বড় পেজ দেখে কোনো সন্দেহ ছারা পেমেন্ট করে দেই , অনেকদিন হয়ে যাওয়ার পর ও যখন পার্সেল পাইনি মেসেজ দেই দেখি আমার আইডি ব্লক করে দিয়েছে। অন্য আইডি দিয়ে নক দিয়ে সবকিছু বলি তারা কোনোমতে শিকার করেনা জে তাদের এই আইডি দিয়েই অর্ডার কড়া হয়েছে এই আইডি থেকে টাকা পেমেন্ট নিয়ে আমার আইডি ব্লক করে দেওয়া হয়েছে বারবার কল করে বলা হয়েছে তাদের একটাই কথা যে
আমি নাকি ফেক পেজ এ ওর্ডার করেছি অথচ ওনাদের বলছি আপনে আমার আইডি তে মেসেজ দেন তাহলে প্রমাণ হয়ে যাবে তারা পুরাপুরি অস্বীকার এরপর ফোন ও ধরেনা।
ফেক পেজ এ ও ভালো লাইক আর ফলোয়ার দেখে বুঝার
উপায় নাই ফেক পেজ । মোট কোথা এই tanha’s collection এর যতগুলো পেজ আছে সব frued আমি পরে আরো অনেক জন এর ভিডিও দেখিছি তার এমন
প্রতারণার শিকার হয়েছে । কেউ এই পেজ থেকে ওর্ডার করবেন না আমি চাইলে লিগাল এ্যাকশন নিতে পারতাম কিন্তু ভুল আমার একটাই আগে টাকা বিকাশ করা । আর কোনো ঝামেলা চাইনাই তাই করিনাই তবে সবাইকে সাবধান
করলাম আপনারা দেখে বুঝে ওর্ডার করবেন আজকাল নতুন নতুন ভাবে প্রতারণার ফাঁদ ফেলছে।
Error: Contact form not found.
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved