আসসালামু আলাইকুম সবাইকে,
১৮ তারিখে আমি আমার বাবার জন্য একটি ফোন অর্ডার করেছিলাম এই ওয়েবসাইট/পেজ থেকে। তাদের সিস্টেম অনুযায়ী, কোনো কিছু অর্ডার করতে হলে বিকাশে ২০০/- টাকা অগ্রিম দিতে হয়। যেহেতু ওয়েবসাইটটি দেখে ভালো মনে হয়েছিল এবং আমি যে মডেলটি খুঁজছিলাম সেটি সেখানে ছিল, তাই আমি তেমন কিছু না ভেবে অর্ডার করে ফেলি।
আজ যখন খোঁজ নিতে গেলাম, তারা ফোন রিসিভ করলো না। পরে ফেসবুক পেজে নক দিলে তারা আমাকে ভয়েস পাঠিয়ে বলে যে আমি নাকি ফোন রিসিভ করিনি এবং আমাকে আরও ১০০/- টাকা বিকাশ করতে হবে।
এটা শুনে আমি খুবই হতাশ। মানুষ কীভাবে এভাবে অন্যের টাকা নিয়ে প্রতারণা করতে পারে? আল্লাহ কি তাদের বিচার করবেন না?
এই অবস্থায় কি কোনো উপায় আছে তাদের বিরুদ্ধে কিছু করার, যাতে আমি আমার টাকাটা ফিরে পেতে পারি?
Error: Contact form not found.
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved