আমি গত ২৬/১১/২০২৪ তারিখে Orish Fashion নামের একটি Facebook Page এ একটি লেহেঙ্গা অর্ডার করি। তখনই 01936803909 এই নম্বরে ১৪০০ টাকা বিকাশ করে পাঠানো হয়। এরপর ২-৩ দিনের মাথায় +8809638161095 নম্বর থেকে কল আসে প্রোডাক্ট পোস্ট অফিসে আসছে, ৩০০০ টাকা পাঠালে তারা OTP পাঠাবে, তারপর প্রোডাক্ট ডেলিভারি ম্যান দিয়ে যাবে, আমি চেক করে নিতে পারবো। পরের দিন সকালে আমি ৩০০০ টাকা 01300018084 এই নম্বরে নগদ এর মাধ্যমে পাঠিয়ে দেই। সেই রাতে ওরা জানায় খুলনা তে মহাসমাবেশ এর কারণে সেইদিন ডেলিভারি হয়ত আসবে না। আমি জানিয়েছিলাম আমি পরের দিন দুপুর ১টা পর্যন্ত বাইরে থাকবো। ০৩/১২/২০২৪ তারিখ আজকে, কিন্তু এখনো ডেলিভারি আসেনি। আমি পেজ এ মেসেজ দিলেও তথ্যবহুল কোনো উত্তর দেয় না। উপরে উল্লিখিত ৩টি নম্বরে কল দিলেও কল ধরে না। পেজ এর নাম গতকাল দেখলাম পরিবর্তন করে Styleina রেখেছে। এখন আবার ওই পেজ এ প্রবেশ করাও যাচ্ছে না ।
আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন যাতে আমি আমার ৪৪০০ টাকা ফেরত পাই।
Error: Contact form not found.
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved